Lirik Lagu Ami Akash Pathabo AvoidRafa
তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়
তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি
আমার ভালোলাগার
অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে
আমার রঙিন বাতাস
তোমার অপেক্ষায়
অনেক স্মৃতি বয়ে যায়
আসবে তুমি আবার
আমার মনের বারান্দায়
তোমার আলো বয়ে যায়
আবার আসবে তুমি
আমার ভালোলাগার
অনেক ইচ্ছেঘুড়ি
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে
আমি আকাশ পাঠাবো
তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে
post a comment